দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে অবৈধপথে ভারত থেকে আসা উন্নতমানের শাড়ি ও থ্রি-পিসসহ একটি টাটা ট্রাক আটক করেছে। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ৯২ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার সকালে মাগুরা জেলার ভায়নার মোড় নামক স্থান থেকে ট্রাকটিকে আটক করা হয়।চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তার নেতৃত্বে ও সুবেদার কাজী রবিউল আওয়ালসহ একদল বিজিবি সদস্য বৃহস্পতিবার অভিযান চালিয়ে মাগুরা জেলার সদর থানার ভায়নার মোড় হতে শাড়িভর্তি ট্রাকটিকে আটক করে। পর ঢাকাগামী (ঢাকা মেট্রো-৬-১৪৪৮১৫) ট্রাকটি তল্লাশি করে ১০০টি ভারতীয় উন্নতমানের শাড়ি, ৭৮৮টি উন্নতমানের থ্রি-পিচ এবং একটি টাটা ট্রাক আটক করতে সক্ষম হন। আটককৃত মালামাল দর্শনা শুল্ক বিভাগে জমা দেয়া হয়েছে।এমজেড/বিএ/এমএস

Advertisement