বিনোদন

চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন

ঢাকার অদূরে আশুলিয়ার বিরুলিয়া বেড়িবাঁধের কাছাকাছি অবস্থিত প্রিয়াংকা সুটিং হাউজে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন। তবে অন্যান্যবারের মতো তারকাদের উপস্থিতি এবার নেই। সকাল বেলাতেই ছিলো গলদ। সকাল ৭টায় গাড়ি ছাড়ার কথা থাকলেও সাড়ে ১০টায় রওনা দেওয়া হয়। দুপুর পর্যন্ত অনেকটা ফাঁকাই ছিলো বনভোজনের মাঠ। দুপুর গড়িয়ে বিকেল শুরু হলে বাড়তে থাকে তারকাদের আনাগোনা। সকাল থেকেই ছিলেন শিল্পী সমিতির সদ্য শেষ হওয়া সহ-সভাপতি ওমর সানী। আর দুপুরের সঙ্গে সঙ্গে এসে উপস্থিত হন কমিটির সভাপতি শাকিব খান, সাধারণ সম্পাদক অমিত হাসান। আরও আছেন মৌসুমী, আমিন খান, রুবেল, ফেরদৌস, মিশা সওদাগর, সাইমন, জায়েদ খান, বুবলী, মিষ্টি জান্নাত, অমৃতা প্রমুখ। সিনিয়র শিল্পীদের মধ্যে উপস্থিত আছেন সোহেল রানা, ফারুক, জাভেদ, আহমেদ শরীফ, অরুণা বিশ্বাস প্রমুখ। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, নিমন্ত্রণ না পাওয়ায় এবং দেরিতে মৌখিক নিমন্ত্রণ পাওয়ায় অনেক শিল্পীরাই এবারের বনভোজন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।পাশাপাশি, শাকিব-অমিত কমিটির মেয়াদ শেষ হওয়ায় এই কমিটির আয়োজনে বনভোজনের বৈধতা নিয়েও কথা বলছেন অনেকে। তবে অমিত হাসান বলছেন, ‘এটা একদমই ভুল ধারনা। আমরা সবাইকে নিয়ে শেষ হওয়া কমিটির শেষ বনভোজনটি করতে চাই বড় পরিসরে এমন পরিকল্পনা ছিলো অনেকদিন থেকেই। অবশেষে সেটি করতে পেরে ভালো লাগলো।’শিল্পীদের এ উৎসব প্রসঙ্গে অমিত হাসান আরও বলেন, ‘অনেকদিন পর আমরা সবাই একত্রিত হয়েছি। বিষয়টা দারুণ লাগছে। আশা করছি এই পিকনিকটি চলচ্চিত্র শিল্পী ও আগত অতিথিদের স্মরণীয় হয়ে থাকবে।’দুপুর পর্যন্ত বনভোজনে উপস্থিত সবাইকে নিজেদের আনন্দঘন আড্ডাতেই দেখা গেছে। বনভোজ উপলক্ষে গড়া নান্দনিক স্টেজে কিছুক্ষণ চলেছে গান বাজনা। দুপুরের পর অনুষ্ঠানে চিত্রনায়ক আলমগীর ‘আছেন আমার ব্যারিস্টার’ গান গেয়ে মঞ্চ মাতান। তারপর গানে কণ্ঠ দেন মৌসুমী। তিনি ‘ফাগুনের দিন শেষ হবে একদিন’ গানটি পরিবেশন করেন। এছাড়া সাইমন, ফেরদৌস অনেকেই গানের তালে নেচে সবাইকে মুগ্ধ করেন।আস্তে আস্তে বনভোজন স্পট থেকে বাসার পথ ধরছেন শিল্পীরা। অনেকটা প্রাণহীনই থেকে গেল এবারের শিল্পী সমিতির আয়োজন।এনই

Advertisement