১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি এবার দেখা যাবে থ্রিডি ভিডিওতে। নতুন প্রজন্মের কাছে তাদের ভাষণটি তুলে ধরতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার (৬ মার্চ) হবে এটির প্রিমিয়ার প্রদর্শনী। বিষয়টি নিশ্চিত করেছেন এতে যুক্ত বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ‘মাত্রা’র প্রধান ও অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন।তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ভাষণটির ত্রিমাত্রিক সংস্করণ তৈরি করেছেন কাজী জসিমুল ইসলাম বাপ্পি। তার উদ্যোগেই এ কাজটি হয়। পরবর্তী সময়ে এটির কারিগরি দিক উন্নয়নে যুক্ত হয়েছে চ্যানেল আই ও মাত্রা। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনীটি হবে। এতে আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।’এর উদ্যোক্তা ও নির্মাতা জসিমুল ইসলাম বাপ্পি বলেন, ‘নতুন প্রজন্মের কাছে ৭ মার্চের ঐতিহাসিক গুরুত্ব নতুন করে তুলে ধরতেই এই আয়োজন। এটা যে কতটা তাৎপর্যপূর্ণ ও আবেগের- বোঝাতে চাই। আর তা করতে হলে এটি (ভিডিওটি) তাদের দেখাতে হবে। তাই তাদের মতো করে, থ্রিডি আকারে বঙ্গবন্ধুর ভাষণটি উপস্থাপন করা হয়েছে। আবার ত্রিমাত্রিক প্রযুক্তি সব জায়গায় দেখানো সম্ভব নয়। সেভাবেও আমাকে পরিকল্পনা করতে হচ্ছে। আমার লক্ষ্য আছে, দেশের ৪ কোটি শিক্ষার্থীকে এটা দেখানো। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমরা এটি করতে পারব। ইচ্ছে আছে, ৭টি ট্রাকে করে সারাবছর এটি দেখানোর। আপাতত স্টার সিনেপ্লেক্সে ৪টি প্রদর্শনী হবে। ৬ মার্চ বিকালে প্রথমটি প্রিমিয়ার ও পরেরগুলো সাধারণ শো হবে।’তিনি আরও জানান, ত্রিমাত্রিক ভিডিওটির কাজ করতে সময় লেগেছে ১৭ মাস। এরমধ্যে ভারত ও চীনে এর কাজ চলেছে ৬ মাস। ভিডিওটির দৈর্ঘ্য ১৬ মিনিট।ভাষণটির রঙিন থ্রিডি ভিডিও : এলএ
Advertisement