বিনোদন

জমজ নাবিলার নিউটনের আপেল

হালের জনপ্রিয় অভিনেত্রী নাবিলা ইসলাম। তাকে ব্যস্ত থাকতে দেখা যায় নাটক-টেলিফিল্মের অভিনয়ে। টিভিতে বিশেষ দিবসগুলোতেও চোখে পড়ে তার জমকালো উপস্থিতি।এই অভিনেত্রী এবার প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করলেন। নাটকের নাম ‘নিউটনের আপেল’। মনজুরুল হাসান মিলনের রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটি আরটিভিতে প্রচারিত হবে আগামীকাল সোমবার (৬ মার্চ) রাত ৮টা ১০ মিনিটে। এটি আরটিভির সাপ্তাহিক নাটকের আয়োজন ‘মানডে নাইট-সুপার ড্রামা’র নাটক হিসেবে প্রচার হবে।এতে নাবিলার দুই চরিত্রের বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, অ্যালেন শুভ্র। এছাড়াও আছেন মাকসুদ ভূইয়া, তাবাসসুম মিথিলা প্রমূখ।নাবিলা জাগো নিউজকে বলেন, ‘এখন পর্যন্ত ক্যারিয়ারজুড়ে অভিনয়ে অনেক মজার অভিজ্ঞতাই হয়েছে। তবে সেরা অভিজ্ঞতা হয়ে থাকলো ‘নিউটনের আপেল’ নাটকের কাজ। এখানে প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করলাম। একই গল্পে একই সঙ্গে দুটি চরিত্র বয়ে যাওয়া দারুণ বিষয়। আশা করছি নাটকটি দর্শকদের আনন্দ দেবে।’পরিচালক এই নাটকের গল্প সম্পর্কে বলেন, ‘যা থেকে মধ্যাকর্ষণ শক্তির সূত্রের আবিস্কার সেটা কি নিউটনের আপেল ফল? নাকি সেটা আপেল গাছেরই ফল? আমাদের গল্প এমন এক আপেলের মতোই। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখি প্রতিক্রিয়া আছে।’তিনি বলেন, নিতু নামের এক তরুণীর সঙ্গে নিউটন নামের এক তরুণের পরিচয় ফেসবুকে। সেখান হোয়াটস অ্যাপে বন্ধুত্ব আর ভাইবারে পরিণয়। তারা দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দেখা করতে গিয়েই বাঁধে বিপত্তি। ফেসবুকের দেখায় শান্ত, নম্র নিতু বলে যাকে চিনতো নিউটন, সেই মেয়েটি হাজির হয় তার বয়ফ্রেন্ড রুপমকে নিয়ে। এ নিয়ে মেয়েটির সঙ্গে নিউটনের ঝগড়া যখন তুঙ্গে তখনই আসে নাটকীয়তা। নিউটন পাশাপাশি দুজন নিতুকে দাঁড়িয়ে থাকতে দেখে ‘হা’ হয়ে যায়। সে নিজের ভালোবাসার মানুষটিকে কেমন করে বের করবে এই দ্বিধার ধাঁধা থেকে? নাটকের অভিনেত্রী নাবিলা বললেন, ‘জানতে হলে দেখতে হবে ‘নিউটনের আপেল’।’এলএ

Advertisement