প্রবাস

অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে পর্তুগিজ কমিউনিস্ট পার্টির বিল উত্থাপন

শুধু কমিউনিস্ট পার্টিই নয়, অবৈধভাবে যেসকল অভিবাসীরা বর্তমানে পর্তুগালে অবস্থান করছে তাদের সবার ব্যাপারে ইতিবাচক নজরে দিচ্ছে বর্তমান সরকারি দল, বাম-দলসহ পর্তুগালের প্রায় সবকটি বড় রাজনৈতিক দলই অভিবাসীদের ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করছে।১ জুলাই ২০১৫ এর পূর্বে যারা পর্তুগালে প্রবেশ করে বর্তমানে অবৈধ অভিবাসী হিসাবে বসবাস করছে তাদেরকে বিনা শর্তে বৈধ অভিবাসীর স্বীকৃতি দেয়ার জন্য সংসদে বিল উত্থাপন করেছে পর্তুগিজ কমিউনিস্ট পার্টি।বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ অালম কাজল জানায়, কয়েকমাস ধরে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, এমপিদের সঙ্গে চলমান অভিবাসী সংকটের বিষয়ে জানতে চাইলে তারা অভিবাসীদের সংকট উত্তরণে ইতিবাচক মনোভাব পোষণ করছেন।এছাড়াও সংসদে বর্তমান পর্তুগিজ নাগরিকত্ব অাইনও সংশোধন করার জন্য সংসদে একটি বিল উত্থাপন করে পর্তুগিজ কমিউনিস্ট পার্টি। তাদের অানীত প্রস্তাবে বৈধ অভিবাসী দম্পতির কোনোও সন্তান পর্তুগালে জন্মগ্রহণ করলে, জন্মসূত্রে পর্তুগিজ নাগরিকত্বের জন্য সরাসরি পাসপোর্ট প্রদানের বিধান রেখে বিল সংসদে তুলে ধরার কথা রয়েছে। তবে অভিবাসী দম্পতির দু‌`জনের যেকোনোও একজনের পর্তুগালে বৈধভাবে বসবাসের কাগজ থাকতে হবে।এমআরএম

Advertisement