প্রবাস

দুবাইয়ে মিরসরাই সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী

নানা কর্মসূচির মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে প্রবাসে অবস্থানরত মুক্তিযোদ্ধা মো নিজাম উদ্দিন ও রবিউল হোসেনকে সম্মাননা দেয়া হয়।গত ৩ মার্চ দুবাই মাশরীফ পার্কের সবুজ চত্বরে অনুষ্ঠিত এ প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন, দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটেরর ভাইস কনসুলার মেহেদুল ইসলাম।সংগঠনের সার্বিক অগ্রগতিতে প্রশংসনীয় ভূমিকা রাখায় এম এ তাহের ভূঁইয়া, মো নূরুল আলম, মহিউদ্দিন মেম্বার, শেখ মুসলিম উদ্দিন মিলনকে যোগ্য সংগঠক, মুহাম্মদ শাখাওয়াত হোসেন, মুহাম্মদ নূর উদ্দিনকে পৃষ্টপোষকতাদান ও সার্বিক সহযোগিতার জন্য মাযহার মিঞা, মুহাম্মদ জাফর উল্লাহ, এম আবুল হাশেম ভূঁইয়া, হাজী মুহাম্মদ জাফর, মমিনুল ইসলাম ডালিম, রেজাউল করিম চৌধুরী সুমন, শেখ আবদুল কাইয়ুম, মুহাম্মদ জয়নাল উদ্দিন, মুহাম্মদ আজিম, মুহাম্মদ জামসেদ সুমন, মুহাম্মদ জামাল উদ্দিনসহ আরও অনেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে বৃহত্তর চট্টগ্রাম সমিতির পক্ষে আরশাদ হোসেন হীরু, মমুহাম্মদ ওসমান, আমির হোসেন, নূরুল আবছার, নূরুল ইসলাম, শৈবাল বড়ুয়া, আহমেদ আলী জাহাঙ্গীর, মুহাম্মদ শাহাদাৎ হোসেন, মুহাম্মদ জাহাঙ্গীর, শহীদুল ইসলাম, মীর কামাল, সিরাজ উদ্দৌল্লা, বেলায়েত হোসেন হীরু, মুহম্মদ মইনদ্দিন, এস এম রেজাসহ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এএইচ

Advertisement