ইনজুরির কারণে ব্রাজিলের আক্রমণভাগে জায়গা পাননি গ্যাব্রেইল জেসুস। তার পরিবর্তে জায়গা পেয়েছেন দিয়েগো সুজা। রক্ষণভাগে আছেন অভিজ্ঞ তিন ডিফেন্ডার ;পিএসজির থিয়াগো সিলভা, জুভেন্টাসের দানি আলভেজ, ও রিয়াল মাদ্রিদের মার্সেলো।বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের ঘোষিত দলে জায়গা হয়নি চেলসির ডিফেন্ডার ডেভিড লুইসের। স্কোয়াডে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ক্যাসেমিরো। আগামী ২৩ মার্চ লুইস সুয়ারেজের উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। আর ২৮ মার্চ ঘরের মাঠে প্যারাগুয়েকে স্বাগত জানাবে তিতের দল। ব্রাজিলের স্কোয়াড :গোলরক্ষক: এডারসন (বেনফিকা), আলিসন (রোমা), ওয়েভার্টন (আটলেটিকো পিআর)ডিফেন্ডার: মিরান্ডা (ইন্টার মিলান), মারকুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি), জিল (শানদং লুয়েনং), দানি আলভেস (জুভেন্টাস), ফ্যাগনার (করিন্থিয়ান্স), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ফেলিপে লুইস (আটলেটিকো মাদ্রিদ)মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), রেনাতো আগুস্তো (বেইজিং গুয়ান), পাওলিনহো (এভারগ্রান্ড), উইলিয়ান (চেলসি), ফার্নানদিনহো (ম্যানচেস্টার সিটি), জিলিয়ানো (জেনিত), ফিলিপে কুটিনহো (লিভারপুল), দিয়েগো (ফ্লামেঙ্গো)ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), ডগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ) রবার্তো ফিরমিনো (লিভারপুল), দিয়েগো সুজা (স্পোর্ট রেসিফি)।এনইউ/আরআইপি
Advertisement