গণমাধ্যম

মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের নৌ-বিহার

মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ফ্যামিলি ডে নৌ-বিহার অনুষ্ঠিত হয়েছে। এ নৌ-বিহারে ঢাকায় ও জেলায় কর্মরত মুন্সিগঞ্জের সাংবাদিক ও পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।শুক্রবার সকাল ৯টায় ঢাকার সদরঘাট থেকে নৌ-বিহারের উদ্বোধন করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। এরপর লঞ্চযোগে মুন্সিগঞ্জ, গজারিয়া হয়ে চাঁদপুর ঘুরে সন্ধ্যা সাড়ে ৭টায় সদরঘাটে গিয়ে শেষ হয়। দিনব্যাপী এ নৌ-বিহারের র‌্যাফেল ড্র, সংগীতানুষ্ঠানসহ নানা আয়োজন ছিল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের উপদেষ্টা ওমর ফারুক। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক মানবকণ্ঠের নির্বাহী সম্পাদক আবু বকর চৌধুরী, সংগঠনের সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, সিনিয়র সহ-সভাপতি আরিফ সোহেল, সহ-সভাপতি নূরে জান্নাত আক্তার সীমা, যুগ্ম-সম্পাদক জুবায়ের আহমেদ নবীন, সাংগঠনিক সম্পাদক আরাফাত মুন্না, কোষাধ্যক্ষ হাসান আরিফ, দফতর সম্পাদক সৈকত সাদিক, সিনিয়র সাংবাদিক কাজী ফারুক, আরফিন মোল্লা, আতিকুর রহমান টিপু, মীর নাসির উদ্দিন উজ্জল, মোজাম্মেল হোসেন সজল, মাহাবুব বাবু, মাসুদ খান, রাসেল মাহমুদ, অ্যাডভোকেট লাবলু মোল্লা, অ্যাডভোকেট সেতু ইসলাম, শুক্তি, শাহাদাৎ রানা, ভবতোষ চৌধুরী নুপুর, জসিমু্দ্দীন দেওয়ান, আনোয়ার হোসেন আনু, শিহাবুল হাসান, রাজিবুল হাসান জুয়েল, জুয়েল রানা, আল মামুন, সাজ্জাদ হোসাইন, সুমিত, মহসিন ও বাবু প্রমুখ।ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম

Advertisement