আইন-আদালত

গাবতলীতে সংঘর্ষ : ৭ শ্রমিক কারাগারে

রাজধানীর গাবতলীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ ঘটনার মামলায় সাত শ্রমিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।শনিবার একদিনের রিমান্ড শেষে তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী অফিসার। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে বৃহস্পতিবার তাদের ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী অফিসার। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আলগমীর কবির রাজ প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।সাত শ্রমিক হলেন- রফিকুল ইসলাম, হাসানুর, রবিন, সোহেল, ফজলে রাব্বী, আল আমিন ও এনামুল হক।বুধবার রাতে রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করা হয়।জেএ/জেএইচ/জেআইএম

Advertisement