বাংলাদেশে ভারতীয় বিভিন্ন চ্যানেলের সম্প্রচারের অনুমতি ও ফি প্রদানের বিষয়ে প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের অবকাশকালীন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।মৌখিক আদেশে আগামী মঙ্গলবারের মধ্যে রিটকারী ও কেবল টিভি নেটওয়ার্ককে এই প্রতিবেদন দিতে বলেছে আদালত।আদালতে রিটকারীর পক্ষে ছিলেন মো. এখলাস উদ্দিন ভূঁইয়া। কেবল টিভি নেটওয়ার্কের পক্ষে ছিলেন আব্দুল মতিন খসরু।বাংলাদেশে ভারতীয় চ্যানেলের সম্প্রচার বন্ধে উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়ে গত ৭ অগাস্ট এই রিট করেন শাহিন আরা লাইলী নামের একজন। বাংলাদেশে ভারতীয় চ্যানেলের সম্প্রাচার বন্ধের নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে রুল চাওয়া হয় ওই রিটে।স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও পুলিশের মহাপরির্দশকে এতে বিবাদী করা হয়েছে।
Advertisement