আন্তর্জাতিক

সৌদির কাছে দ্বীপ বিক্রি করবে মালদ্বীপ

দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের একটি সিদ্বান্তে চিন্তিত ভারত। সৌদি আরবের কাছে দেশটি একটি দ্বীপ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এতেই মূলত চিন্তায় পড়েছে ভারত। ফাফু নামের ওই দ্বীপটি মালদ্বীপের বিখ্যাত ২৬টি রিং দ্বীপের একটি।দ্বীপ কেনার বিষয় এগিয়ে নিতে মালদ্বীপ সফরে যাবেন সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল্লাজিজ আল সৌদ। মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম বলেছেন, ‘আগে বিদেশিরা মালদ্বীপে জমি কিনতে পারতো না। কিন্তু ২০১৫-র একটি আইনে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন তা বৈধ।’তবে মালদ্বীপের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন ভারত। এতদিন পর্যন্ত ফাফু নামের ওই দ্বীপটির সঙ্গে ৪১ বছরের একটি বন্ড ছিল ইরানের। এনএফ/এমএস

Advertisement