যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলা কমেডি ক্লাবের যাত্রা শুরু হয়েছে। রচেস্টার শহরে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এ সংগঠন। উদ্বোধনী সন্ধ্যায় আয়োজন ছিল বেশ জমজমাট। সংগঠনটি নিয়মিতভাবে কমেডি শো করার আশাবাদ ব্যক্ত করেছে। এ বছরের মাঝামাঝি সময়ে বড় পরিসরে কমেডি নাইট করার জন্য বাংলাদেশের স্ট্যান্ডআপ কমেডির সেলিব্রাটি নাভিদ মাহমুদের উপস্থিতি নিশ্চিত করেছেন। ‘কমেডি নাইট উইথ নাভিদ মাহমুদ’ এর বিস্তারত পরবর্তীতে জানানো হবে বলে জানান।উদ্বোধনী এ আয়োজনে সংগঠনের প্রধান উদ্যোক্তা রাহাত খান স্বাগত বক্তব্যে সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে একে একে রসিক বাংলার সব মজার কৌতুক নিয়ে হাজির হন অনন্ত সাইফ, জাফরি আল কাদরী, আবু আশরাফ, সৈয়দ আশফাক রব, আব্দুল মতিন, শামিম শহীদ, মাহমুদুল খান আপেল, আমিন শরফুজ্জামান (পুলক) এবং রাহাত খান।বাংলাদেশিদের কাছে কৌতুকের এ এক নতুন আইডিয়া। ছিল উৎসবের আমেজ। দল বেঁধে বন্ধু-পরিজন নিয়ে অনুষ্ঠানস্থলে পরিবারগুলো হাজির সন্ধ্যা নামতেই। ছোট খাট সব খুনসুটিতে জমে ওঠে এ আয়োজন। ব্যস্ত জীবনের সব চাপ এক পাশে রেখে গলা ছেড়ে হাসতে এ আয়োজন ছিল বেশ সফল।অনুষ্ঠানে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি থাকলেও কেউ কৌতুক উপস্থাপন করেননি। আয়োজকরা আশা করেন ভবিষ্যতে নারী দর্শকদের পাশাপাশি তাদের পারফরমান্সও করতে দেখা যাবে।বিএ
Advertisement