আন্তর্জাতিক

ভারতে প্রতি পাঁচজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

ভারতে প্রতি পাঁচজনের মধ্যে একজন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। দেশটির সর্বশেষ জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপে (এনএফএইচএস)-৪ এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ভারতের মোট জনসংখ্যার (১২৫ কোটি) এক পঞ্চমাংশ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। মঙ্গলবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এনএফএইচএস বলছে, দেশটিতে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ২০ দশমিক ৩ শতাংশ। এছাড়া উচ্চ রক্তচাপে ভুগছেন ২২ দশমিক ২ শতাংশ মানুষ। ২০১৫-১৬ সালে দেশটির ৬ লাখ পরিবারের ওপর জরিপ চালিয়ে তথ্য সংগ্রহ করেছে এনএফএইচএস। ভারতের ২৬টি রাজ্যের এসব পরিবারের ৭ লাখ নারী ও ১ লাখ ৩০ হাজার পুরুষের ওপর জরিপ চালানো হয়।বিশ্বের ডায়াবেটিস রাজধানী হিসেবে পরিচিত ভারতে এই রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে বলে জরিপে বলা হয়েছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের মানচিত্র ২০১৫ অনুযায়ী, ভারতের ৬ কোটি ৯২ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংখ্যা ২০১৩ সালে এক প্রতিবেদনে জানায়, ৬ কোটি ৩০ লাখ ভারতীয় ডায়াবেটিসে ভুগছেন। বিশ্ব স্বাস্থ্য সংখ্যা বলছে, বর্তমানে বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৪১ কোটি ৫০ লাখ।এসআইএস/পিআর

Advertisement