কক্সবাজারের টেকনাফের নাফ নদীর সদর মোহনা থেকে এক লাখ ২৫ হাজার ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে দুটি ট্রলার। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ অভিযান চালানো হয়।বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, সকালে গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে মিয়ানমারের তিন নাগরিকসহ ইয়াবাগুলো উদ্ধার করে। অভিযানে ৩ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১ লাখ ২৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ও অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে আটকদের থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।এমজেড/বিএ/পিআর
Advertisement