জাতীয়

পরিবর্তন হচ্ছে বিমানের টিকিট বুকিং পদ্ধতির

ফ্লাইটে সিট খালি থেকে যাওয়া রোধে ও সবার জন্য টিকিট উন্মুক্ত করতে বুকিং পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। বুধবার দুপুরে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এক সংবাদ সম্মেলনে এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইল হেউড এ কথা বলেন।কাইল হেউড বলেন, বিমানের উড়োজাহাজের গড় বয়স প্রায় ১১ বছর। আগামীতে উড়োজাহাজের গড় বয়স ৮ এ নেমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তার মতে উড়োজাহাজের গড় বয়স বেশি হলে কোনো এয়ারলাইন্সকে লাভজনক করা সম্ভব নয়।একটি এয়ারলাইন্সের কীভাবে উন্নতি করতে হয় তা জানা আছে উল্লেখ করে কাইল বলেন, এরই মধ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি সম্পন্ন হয়েছে। এ বছরই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসবে। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মাম, কুয়ালালামপুর, কলকাতা রুটসমূহে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। রুট পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের প্রধান তিনটি শহর রিয়াদ, জেদ্দা, দাম্মামে বাড়তি ফ্লাইট যুক্ত হতে যাচ্ছে। বাড়ছে কুয়ালালামপুরের ফ্লাইট সংখ্যা। ভারতের কলকাতায় প্রতি সপ্তাহে ১৪ বার সংযুক্ত হতে যাচ্ছে বিমান। ঢাকা-কলকাতা রুটে প্রতি সপ্তাহে ১২টি ফ্লাইট পরিচালনা করা হবে। নতুন পরিবর্তনগুলো আগামী জুলাই মাস থেকে দৃশ্যমান হবে। বিমান কার্গো ফ্লাইটেও উন্নতি করছে উল্লেখ করে তিনি বলেন, এই খাতে আয় ১৫ শতাংশ বেড়েছে। কার্গোতে উন্নতির ওপর আরও জোর দেয়া হবে। একই সঙ্গে সময়মতো ফ্লাইট ছাড়ার ওপরও গুরুত্ব দেন তিনি। এসএস/বিএ/পিআর

Advertisement