দ্বিতীয় দিনের মতো প্রচারণায় নেমেছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর মালিবাগ শান্তিবাগ প্রাইমারি স্কুল থেকে এ প্রচারণা শুরু করেন তিনি। সরেজমিনে ঘুরে দেখা যায়, বিএনপির অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠানের নেতাকর্মীরা এ প্রচারণায় অংশ নিয়েছেন। প্রচারণায় আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ঢাকাবাসীর পক্ষে পরীক্ষীত বন্ধু সাবেক সফল মেয়র জননেতা মির্জা আব্বাসকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন এই ধরনের লিফলেট বিতরণ করা হয়। উল্লেখ্য, মির্জা আব্বাসের পক্ষে বুধবার সকালে রাজধানীর খিলগাঁওয়ের শান্তিপুর স্কুলের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন স্ত্রী আফরোজা আব্বাস।এমএম/বিএ/পিআর
Advertisement