খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই ডোয়াইন স্মিথের

জাতীয় দলের হয়ে তিনি যতটা না পরিচিত, তার চেয়েও বেশি পরিচিত ফ্রাঞ্জাইজি ক্রিকেট লিগ খেলার কারণে। আইপিএল, বিপিএল, পিএসএল কিংবা পিসিএল- এসব লিগগুলোতে ব্যাট এবং বল হাতে হাতে দারুণ পারফরমার স্মিথ। তবে মাঝে-মধ্যে জাতীয় দলের ডাক এলে দলের সঙ্গে যোগ দিতেন। সেই ডোয়াইন স্মিথ এবার জাতীয় দলের জার্সিটা শরীর থেকে পুরোপুরি খুলে ফেলার সিদ্ধান্ত নিলেন।পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছিলেন স্মিথ। পিএসএলে করাচি কিংসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচের আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের ঘোষণা দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে সর্বশেষ তিনি ২০১৫ বিশ্বকাপে আরব আমিরাতের বিপক্ষে খেলেছিলেন।২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হয় স্মিথের, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেণ। এরপর থেকে ১০টি টেস্ট ম্যাচ খেলেন তিনি। ২৪.৬১ গড়ে ৩২০ রান করেন তিনি। সর্বোচ্চ ১০৫ অপরাজিত। সেঞ্চুরিই একটি এবং হাফ সেঞ্চুরি নেই। উইকেট মাত্র ৭টি। ওয়ানডে খেলেছেন ১০৫টি। ১৮.৫৭ গড়ে ১৫৬০ রান করেন। সেঞ্চুরি নাই। হাফ সেঞ্চুরি ৮টি। উইকেট নিয়েছেন ৬১টি।আইএইচএস/জেআইএম

Advertisement