জাতীয়

শাহজালালে ভারতীয় রুপিসহ আটক ১

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কোটি ভারতীয় রুপিসহ সাজ্জাদ হোসাইন নামে এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমান থেকে তাকে আটক করা হয়।শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. রিয়াদুল ইসলাম জানান, কাতারের দোহা থেকে আসা বিমানের যাত্রী সাজ্জাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার লাগেজ তল্লাশি করা হয়। পরে লাগেজের ভেতরে থাকা সিগারেটের প্যাকেট ও কার্টন থেকে রুপিগুলো উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত রুপিগুলো প্রায় দুই কোটি হবে। আটক সাজ্জাদের বিরুদ্ধে আই্নানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জেইউ/বিএ/পিআর

Advertisement