জাতীয়

চট্টগ্রাম ইপিজেডের কারখানায় আগুন

চট্টগ্রাম ইপিজেডের ইয়াংওয়ানের একটি জুতা কারখানায় আগুনে পুড়ে গেছে বেশকিছু সরঞ্জাম। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। সিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বাহার উদ্দিন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইপিজেডের তিন নম্বর রোডে অবস্থিত ইয়াংওয়ান স্পোর্টস সু লিমিটেড কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’ আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মদ ইয়াহিয়া বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে আগুন লেগেছিল। পরে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের সাতটি গাড়ি রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ইপিজেড থানার ওসি আবুল মনছুর বলেন, মূল ভবনের তিন তলায় আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ওইসময় কারখানাটিতে কম সংখ্যক শ্রমিক-কর্মচারী থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।এসআরজে

Advertisement