মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাহ উদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন। বুধবার রাতে তারা খালেদা জিয়ার গুলশানের বাসভবনে সাক্ষাত করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।আপিল বিভাগে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন কাদের চৌধুরীর মামলা শুনানির জন্য মঙ্গলবারের কার্যতালিকায় এসেছে। বিষয়টি নিয়ে কথা বলতেই তারা খালেদা জিয়ার বাসায় যান বলে জানা গেছে।এসআরজে
Advertisement