জাতীয়

ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন ইমতিয়াজ

ইসলামী আন্দোলনের ইমতিয়াজ আলম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদের প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেন। তবে উত্তরে মেয়র পদে কেউ বুধবার পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেননি। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ঢাকা দক্ষিণের নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম জানান, বুধবার পর্যন্ত মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে চারজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। নিজের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে ইমতিয়াজ বলেন, “আমি দলীয় সিদ্ধান্তে সরে দাঁড়ালাম। ইসলামী আন্দোলনের পক্ষে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। এখন আব্দুর রহমান লড়বেন।” ঢাকা উত্তরের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তিনজন কাউন্সিলর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। রিটার্নিং অফিসার তাদের আবেদনে সন্তুষ্ট হলে প্রার্থিতা প্রত্যাহার গৃহীত হবে বলে জানান নির্বাচন কর্মকর্তারা। ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে ১০ এপ্রিল। ভোট হবে ২৮ এপ্রিল।এসআরজে

Advertisement