দেশজুড়ে

কুসিক নির্বাচন : সীমা-সাক্কুর মনোনয়নপত্র দাখিল

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সীমা ও বেলা পৌনে ১টায় সাক্কু মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলের কাছে তাদের মনোয়নপত্র দাখিল করেন।সীমার সঙ্গে উপস্থিত ছিলেন সীমার বাবা কুমিল্লা জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা অধ্যক্ষ আফজল খান, জেলা পরিষদের সাবেক প্রশাসক মুক্তিযোদ্ধা আলহাজ ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা শফিক সিকদার, নুর উর রহমান মাহমুদ তানিম, শাহিনুল ইসলাম শাহিন, চিত্তরঞ্জন ভৌমিক ও জাকির হোসেনসহ অন্য নেতারা।মনোনয়নপত্র দাখিল শেষে মেয়র প্রার্থী আঞ্জুম সুলতান সীমা বলেন, সবার সহযোগিতায় নির্বাচন করতে চাই। কুমিল্লা নগরীতে অনেক সমস্যা রয়েছে, প্রথমে আমি জলাবদ্ধতা দূর করতে চাই।অন্যদিকে বেলা পৌনে ১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রচার সম্পাদক সহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান দলীয় নেতাদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু। পরে সাক্কু সাংবাদিকের বলেন, আমি কুসিকের প্রথম নির্বাচনে বিজয়ী হয়ে ৫০০ কোটি টাকার উন্নয়ন করেছি, এবার ভোটাররাই কাজের মূল্যায়ন করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আশা করি ইসি এ নির্বাচনের মাধ্যমে তাদের নিরপেক্ষতার প্রমাণ দেবে। ধানের শীষকে বিজয়ী করার জন্য কুমিল্লায় সবাই ঐক্যবদ্ধ বলেও তিনি জানান। কামাল উদ্দিন/এফএ/আরআইপি

Advertisement