বিনোদন

ফারুকীর ডুব ও হুমায়ূন প্রসঙ্গে ডিরেক্টর’র গিল্ডের বক্তব্য

যৌথ প্রযোজনায় মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন ‘ডুব’ নামের চলচ্চিত্র। আসছে বৈশাখে ছবিটির মুক্তি পাবার কথা ছিলো। কিন্তু নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিবারের আপত্তির মুখে ছবিটিকে প্রদর্শনী করতে নিষেধাজ্ঞা দিয়েছে তথ্য মন্ত্রণালয়। হুমায়ূন পরিবারের আপত্তির কারণ, তারা দাবি করছেন ছবিটি নির্মিত হয়েছে প্রয়াত লেখক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের জীবনের একটি বিশেষ অংশ নিয়ে। এতে হুমায়ূন আহমেদকে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। এ নিয়ে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও ‘ডুব’ ছবির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জড়িয়েছেন তর্কে-বিতর্কে। বিষয়টি প্রভাব ফেলেছে শোবিজ ও চলচ্চিত্রাঙ্গনে। অনেকেই দুজনের পক্ষ নিয়ে এ নিয়ে নানা মন্তব্য করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও দেখা যাচ্ছে হুমায়ূন আহমেদের ভক্তরা ফারুকীকে ‘সততাহীনতার’ কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন।এরই মাঝে জানা গেল দেশের নাট্য নির্মাতাদের সংগঠণ ডিরেক্টর’স গিল্ডের মন্তব্য। সংগঠনটির প্রধান গাজী রাকায়েত বলেন, ‘আমরা চাই না আমাদের কোনো ডিরেক্টরের ছবি সেন্সর বোর্ডে আটকে থাক। আবার দর্শকের কাটতি বাড়ানোর জন্য হুমায়ূন আহমেদের মতো একজন কথাসাহিত্যিকের ব্যাক্তি জীবন এবং পরিবারকে ব্যাবহার করাটাও কাম্য নয়।’

Advertisement