আন্তর্জাতিক

প্যাডে মমতার ছবি দিলেই জেল

চিঠি প্যাডে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছেপে তার দলের কোনো নেতা যদি প্রশাসনে প্রভাব খাটানোর চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এ ধরনের কাজ নিজ দলের কোনো নেতা করলে তার বিরুদ্ধে মামলা করা হবে। সেইসঙ্গে তাকে জেলে যেতে হবে। তৃণমূলের যত বড় নেতাই হোন না কেন এ ব্যাপারে তাকে কোনো ছাড় দেবেন না মমতা।  বুধবার দেশটির কালীঘাটে নিজ বাড়িতে তৃণমূলের কোর কমিটির বৈঠক মমতা এই সতর্কতা তার দলের নেতাদের জানিয়ে দেন।ওই বৈঠকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এ বিষয়ে মমতার কাছে অভিযোগ জানালে তিনি এ সতর্ক বার্তা দেন। পার্থ চট্টোপাধ্যায় তার অভিযোগে বলেছিলেন,‘দলে একটা প্রবণতা ফের মাথাচাড়া দিয়েছে। লেটার প্যাডে নেত্রীর ছবি ছাপিয়ে চিঠি পাঠানো হচ্ছে প্রশাসনের কাছে।’বৈঠকে মমতা বলেন, ‘একটা কথা সবাই সাফ বুঝে নিন। লোভীদের এ দলে আর স্থান হবে না।’ বাঁকুড়ার জেলা সভাপতি অরূপ খাঁকে তিনি বলেন,‘এখনও সব ব্লক কমিটি তৈরি করতে পারেননি। আপনি কেন জেলার সভাপতি থাকবেন?’বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে দাঁড় করিয়ে মমতা বলেন, ‘অন্যের পার্টি অফিস দখল আর বালি চুরি ছাড়া তো কিছুই করছ না।’ জেডএ/আরআইপি

Advertisement