ঢাকা-নিউইয়র্ক বিমান চলাচল লাভজনক নয় বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইল হেইড। বুধবার দুপুরে বিমানের প্রধান কার্যালয় বলাকায় সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।সংবাদ সম্মেলন থেকে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন কাইল হেইড। এছাড়া বিমানের টিকিট বুকিং পদ্ধতির পরিবর্তনের ঘোষণাও দেন তিনি।কাইল হেউড বলেন, আমরা এরইমধ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়েছি। এ বছর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নেব। কিভাবে আয় বাড়ানো যায় সেদিকে নজর আমাদের রয়েছে। যাত্রীদের কথা চিন্তা করে সাশ্রয়ীমুল্যে টিকিট দিচ্ছি আমরা। আমরা মনে করছি যাত্রী উপস্থিতিও সন্তোষজনক।এএইচ/একে/আরআই
Advertisement