গুরুতর অসুস্থ হয়ে বারডেমে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্র অভিনেতা হেলাল খান। আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে ৮ এপ্রিল বুধবার বিকালে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।বেশ কিছুদিন যাবৎ তিনি ডায়বেটিস ও পায়ের আঘাত জনিত রোগে ভূগছিলেন। হঠাৎ অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেয় আদালত।বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা হেলাল খান। গত ১৬ই ফেব্রুয়ারি ঢাকার জজকোর্ট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। ওই দিন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর হাজিরা ছিলো। তার সঙ্গে দেখা করে ফেরার পথে হেলাল খানকে আটক করা হয়।উল্লেখ্য, বাসে পেট্রোলবোমা মেরে আগুন ধরিয়ে সাধারণ মানুষকে হত্যার চেষ্টাসহ বিস্ফোরক আইনে দায়েরকৃত বাড্ডা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয় হেলাল খানকে। এরপর গত ১৭ ফেব্রুয়ারি হেলালের বিরুদ্ধে দুই দিনের রিমান্ডও মঞ্জুর করে আদালত।হাসন রাজার চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অভিনেতা হেলাল খান । এলএ/আরআই
Advertisement