তথ্যপ্রযুক্তি

বিআইজেএফ নির্বাচন : মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

আগামী ২ মে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাচন। এদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচনের মাধ্যমে ২০১৫-১৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।বুধবার ছিল নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, গবেষণা সম্পাদক পদে ৩ জন ও নির্বাহি সদস্য পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা জব্বার।তিনি বলেছেন, ৯ এপ্রিল ২০১৫ বিকাল ৩ টার মাঝে প্রার্থীতা সম্পর্কে লিখিতভাবে আপত্তি পেশ করা যাবে। ১২ এপ্রিল ২০১৫ বিকাল ৩ টার মাঝে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। যারা একাধিক পদে মনোনয়ন দিয়েছেন তাদের এই সময়ের মাঝে একটি পদ রেখে বাকিটি বা বাকিগুলো প্রত্যাহার করতে হবে। সে দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এবারের নির্বাচনে প্রাথমিক ভোটার তালিকায় ভোটার রয়েছেন ৬৪ জন। যাদের সরাসরি ভোটে কার্যনির্বাহী কমিটির ৯ জন সদস্য নির্বাচিত হবেন। এর আগে ২০১২ সালের ১১ আগস্ট বিআইজেএফের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।এএ

Advertisement