দেশজুড়ে

গোপালগঞ্জ-পাটগাতী সড়কে পরিবহন ধর্মঘট

বাস শ্রমিক ও থ্রি-হুইলার শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে গোপালগঞ্জ-পাটগাতী সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার দুপুর থেকে এ ধর্মঘট শুরু হয়। এ ঘটনায় উভয়পক্ষের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।বাস শ্রমিক সূত্রে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতীস্ট্যান্ডে বাসে যাত্রী উঠানো নিয়ে বাস শ্রমিক ও থ্রি-হুইলার শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হলে তিনবাস শ্রমিককে মারধর করা হয়।এর জের ধরে বুধবার সকালে টুঙ্গিপাড়া ও খালেকের বাজার এলাকায় বাস শ্রমিকদের আবারো মারধর করে থ্রি-হুইলার শ্রমিকেরা। এতে আরো ৪ জন আহত হয়। এর প্রতিবাদে ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।এ ঘটনায় টুঙ্গিপাড়া উপজেলা থ্রি-হুইলার চালক সমিতির সভাপতি মুকুলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। ধর্মঘটের ফলে ওই সড়ক দিয়ে চলাচলরত যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।গোপালগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামিল সারোয়ার জানান, দীর্ঘদিন ধরেই টুঙ্গিপাড়ার থ্রি-হুইলার শ্রমিকরা বাস শ্রমিকদেরকে নানাভাবে শারীরিক নির্যাতন করে আসছে। একাধিকবার এ নিয়ে দুই শ্রমিক সংগঠনের মধ্যে বৈঠকও হয়েছে। বুধবার আবারও আমাদের শ্রমিকদেরকে তারা মারধর করেছে। এমনকি বাসও ভাঙচুর করেছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছি।টুঙ্গিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।  এসএইচএ/এমএএস/আরআইপি

Advertisement