হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দুই নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের কামাল গেট নামক এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় হিলি চেকপোষ্ট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের তমির উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম (৩৮), জয়পুরহাট জেলা সদরের আজিজুর রহমানের ছেলে দুলাল মিয়া (৪০)। ভারতীয় দুই নাগরিক হলেন, ৫০৭/৮৬ যশোর রোড কলকাতা ৭৪ এর মৃত হরলালদে এর ছেলে সমুনাথ দে (৫০) ও তার স্ত্রী রানু দে (৪০)।আটক হওয়া ভারতীয় দুই নাগরিক জানান, চার দিন আগে তারা দালালের মাধ্যমে হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পার হয়ে চট্টগ্রামের বিনাইজুড়ি গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান। পরে সেখান থেকে আজ সকালে হিলিতে এসে ভারতে ফেরত যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
Advertisement