দেশজুড়ে

৯ বছর পর বরিশাল বিমান বন্দরে বাংলাদেশ বিমান

দীর্ঘ নয় বছর পর ঢাকা থেকে বাংলাদেশ বিমানের পতাকাবাহী একটি ফ্লাইট বরিশাল বিমান বন্দরে অবতরণ করেছে। এর আগে বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বরিশাল বিমান বন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বরিশাল বিমান বন্দরের রানওয়ে স্পর্শ করে বাংলাদেশ বিমানের ড্যাস-৮ কিউ-৮০০ নামে বিমানটি।এসময় রহমতপুর বিমান বন্দরে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পরে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে বিমান বন্দর এলাকা।বিমানে ছিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননসহ ৭৪ যাত্রী। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মেনন বলেন, বরিশাল বিমান বন্দরের আধুনিকায়নে সরকার সব ধরনের সুযোগ-সুবিধা দেবে। যাত্রীদের সুবিধার্থে টিকেটের মূল্য ৩ হাজার ১৭৫ টাকা থেকে সর্বোচ্চ এস ক্যাটাগরির জন্য ৪ হাজার ১৭৫ টাকা করে। এর সাথে সরকারি কর বলতে মাত্র ৩২৫ টাকা যোগ করতে হবে। মন্ত্রী আরো বলেন, যাত্রীর সংখ্যা বাড়লে চাহিদা অনুযায়ী সপ্তাহের সব দিনই বিমান চালানো হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, তালুকদার মো. ইউনুস এমপি, জেবুন্নেছা আফরোজ এমপি এবং অ্যাড্ভোকেট টিপু সুলতানসহ অনেকে। এর কিছুক্ষণ পর বরিশাল থেকে ৬৪ যাত্রী জন নিয়ে আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় দেশের পতাকাবাহী বিমান। সপ্তাহের প্রতি বুধ ও রোববার এভাবে ঢাকা-বরিশাল রুটে বাংলাদেশ বিমান এখন থেকে চলাচল করবে।উল্লেখ্য, ঢাকা-বরিশাল আকাশ পথে বাংলাদেশ বিমানের প্রথম সার্ভিস শুরু হয়েছিল ১৯৯৫ সালের ৩ ডিসেম্বর। ৩ বছর পর লোকসানের অজুহাত দেখিয়ে ফ্লাইট বন্ধ করে দেয়া হয়। জনগণেরর দাবির মুখে ২০০৩ সালে আবারও বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করা হলেও পুনরায় লোকসানের অজুহাত দেখিয়ে ২০০৬ সালে সার্ভিসটি বন্ধ করে এখান থেকে অফিস গুটিয়ে নেয়া হয়। এমএএস/আরআইপি

Advertisement