জাতীয়

রেডক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হাফিজ আহমদ

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। বুধবার পূবালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি কর্তৃক তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন হাফিজ আহমদ মজুমদার। হাফিজ আহমদ মজুমদার একজন শিল্পপতি ও চা বাগানের মালিক। তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গের সর্ম্পৃক্ত। দেশের শিক্ষা ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য। তিনি `হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট্র` এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সিলেটের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান `স্কলারস হোম` এই ট্রাস্টের আওতায় কাজ করছে। সিলেটের জকিগঞ্জ অঞ্চলের বহু শিক্ষা প্রতিষ্ঠান এই ট্রাস্টের অধীনে থেকে শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে।এএইচ/একে/আরআইপি

Advertisement