জাতীয়

দেশব্যাপী বিজিবি মোতায়েন

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করে নাশকতারোধে দেশব্যাপী বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে ২৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সন্ধ্যায় ১০ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ১২৬ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।এ ছাড়া আরও ৭১ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। ঢাকা মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) জাহাঙ্গীর আলম বলেন, হরতালকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সতর্ক রয়েছে পুলিশ। এছাড়া কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করে কোনো দল যেন নাশকতা করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেবে পুলিশ। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মুখপাত্র লে. কর্নেল মুফতি মাহমুদ খান বলেন, রায়কে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি এড়াতে ব্যাটেলিয়নদের নির্দেশ দেওয়া হয়েছে। জেইউ/একে/আরআইপি

Advertisement