শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ৭ মার্চ থেকে প্রথম টেস্টে মোকাবেলা করবে বাংলাদেশ দল। তবে এর আগে নিজেদের ঝালিয়ে নিতে আগামীকাল বৃহস্পতিবার দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মুশফিকরা। তবে টাইগারদের বিপক্ষে কারা মাঠে নামছেন তা এখনও নিশ্চিত করেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।আগের দিনই বাংলাদেশ সিরিজকে লক্ষ্য রেখে রঙ্গনা হেরাথকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে শ্রীলঙ্কা। তবে প্রস্তুতি ম্যাচে কোন দল খেলাবেন; তা এখনও নিশ্চিত করতে পারেনি দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। শ্রীলঙ্কার দলটি তরুণ হওয়ায় মূল দলের অনেকেই প্রস্তুতি ম্যাচে থাকছেন বলে জানা গেছে।তবে লঙ্কানদের প্রস্তুতি যা-ই হোক বসে নেই মুশফিকরা। আগের দিন প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করতে গিয়ে বৃষ্টি বাঁধায় পড়লেও আজ বুধবার অনুশীলন করেছেন টাইগাররা।তামিমকে ছাড়া ১৫ সদস্যের দল গত সোমবার শ্রীলঙ্কায় পা রাখে বাংলাদেশ। তবে ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তামিম। আজ অনুশীলনও করেছেন দলের সঙ্গে।উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার মোরাতোয়ার তিরন্নে ফার্নান্দো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দিনের এ প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।আরটি/এনইউ/আরআইপি
Advertisement