সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের সঙ্গে লেনদেনের পতন ঘটেছে। এ নিয়ে উভয় বাজারে টানা তিন কার্যদিবস দরপতন ঘটলো।এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৭ পয়েন্টে। আগের দিন মঙ্গলবার এই সূচক ৭ পয়েন্ট এবং সোমবার ১৪ পয়েন্ট কমেছিল।বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯৬১ কোটি ৯৭ লাখ টাকা। আগের দিন বাজারটিতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫২ কোটি ৪৪ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানেই ডিএসইতে লেনদেন কমেছে ১৯০ কোটি ৪৭ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৭টি প্রতিষ্ঠানেরই শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় কমেছে। অন্যদিকে দাম বেড়েছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির দাম।টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৪২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা অ্যাকটিভ ফাইনের ৩৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। লেনদেনে এরপর রয়েছে, ফার কেমিক্যাল, সিএমসি কামাল, ইসলামী ব্যাংক, প্যাসেফিক ডেনিমস, বারাকা পাওয়ার, কেয়া কসমেটিকস এবং ইফাদ অটোস।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৫২৫ পয়েন্টে। বাজারটিতে ৫৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫৪টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম। এমএএস/ওআর/আরআইপি
Advertisement