বাংলাদেশে ডিজিটাল সময়ের চলচ্চিত্র সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘ম্যাজিক লণ্ঠন’-এর আয়োজনে ‘কথামালা ৫’ (বক্তৃতা) অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় রবীন্দ্র কলা ভবনের ১২৩ নং কক্ষে ‘বাংলাদেশে ডিজিটাল সময়ের চলচ্চিত্র: `কী পেলাম, কী হারালাম` প্রসঙ্গে কথা উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ।রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল রানা ও প্রথম বর্ষের শিক্ষার্থী তানজিনা তাসনিমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী হায়াৎ তার বক্তব্যে বাংলাদেশে সমসাময়িক চলচ্চিত্রের বিভিন্ন অসঙ্গতির কথা বলেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশে প্রচলিত বর্তমান ডিজিটাল চলচ্চিত্র সর্ম্পকে বলেন, এই ডিজিটাল চলচ্চিত্র মানুষের আবেগকে কেড়ে নিচ্ছে। অভিনেতারা অভিনয় ভুলে যাচ্ছে। আস্তে আস্তে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে।তিনি আরো বলেন, বাংলাদেশে চলচ্চিত্রের একটি অন্যতম সমস্যা হচ্ছে এর বাজেট অনেক কম। খুব কম মানুষ সিনেমা হলে গিয়ে চলচ্চিত্র দেখে। এতে করে চলচ্চিত্রনির্মতারাও মুখে ফিরিয়ে নিচ্ছে।এছাড়াও অনুষ্ঠানে কাজী হায়াৎ তার দীর্ঘ আলোচনায় চলচ্চিত্রে ৪০ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা ব্যক্ত করেন। ২০১১ সালে যাত্রা শুরু হওয়া কাজী মামুন হায়দারের সম্পাদনায় ‘ম্যাজিক লণ্ঠন’ নামে এই জার্নালটি নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে। জার্নালটিতে চলচ্চিত্র ও নিউ মিডিয়া বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের লেখা প্রকাশ করা হয়ে থাকে। জার্নালের পাশাপাশি ‘ম্যাজিক লণ্ঠন’ চলচ্চিত্র ও বিভিন্ন বিষয়ে নিয়মিত পাঠচক্রের আয়োজনসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট নানামুখী কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। এ পর্যন্ত এই জার্নালটি ৮টি সংখ্যা প্রকাশ করেছে। এবারের ৯ম সংখ্যায় অনুষ্ঠেয় কাজী হায়াতের বক্তৃতাটি ‘ম্যাজিক লণ্ঠন’-এ হুবহু ছাপা হবে।কাজী হায়াৎ এর আগেও চলচ্চিত্র পরিচালক নূরুল আলম আতিক, আবু সাইয়ীদ, প্রখ্যাত অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় ও চলচ্চিত্র নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব ‘ম্যাজিক লণ্ঠন’এ কথা উপস্থাপন করেছে।এমজেড/ এমএএস/আরআইপি
Advertisement