কলকাতা পৌরসভার অর্ধেকেরও বেশি ভোটকেন্দ্র স্পর্শকাতর। বুধবার নির্বাচন কমিশনে এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন জমা দিয়েছে কলকাতা পুলিশ।কয়েকদিন আগেই কলকাতা পুলিশের কাছে এ নিয়ে তথ্য জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। প্রতিবেদনটিতে কলকাতা পুলিশের আওতাভুক্ত চারটি ডিভিশনকেই স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।কলকাতায় পৌরসভার নির্বাচন ১৮ এপ্রিল। ভোটের আগে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পুলিশের কাছে প্রতিবেদন চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন।কলকাতা পুলিশ এই প্রতিবেদনে শহরের মোট ১,৫০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৮৬ টিকেই স্পর্শকাতর হিসেবে উল্লেখ করছে।এছাড়াও এই রিপোর্টে উত্তর, পূর্ব শহরতলি, দক্ষিণ শহরতলি ও বন্দর এই ৪টি ডিভিশনকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।প্রতিবেদনটি থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে ভোটাভুটির সময় অশান্তি ও সহিংসতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে মঙ্গলবার পর্যন্ত শহরে ৩২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাজা কার্তুজ উদ্ধার হয়েছে ৪৫টি।এছাড়া এ সময়ে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ঘটেছে ৪১টি। সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে আটজনের বিরুদ্ধে পরোয়ানা কার্যকর হয়েছে।এদিকে ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও জটিলতা কাটেনি। রাজ্য নির্বাচন কমিশনের চাপে পড়ে কেন্দ্রের কাছে বাহিনী চেয়ে পাঠিয়েছে রাজ্য সরকার। কিন্তু এখনও রাজ্যের আবেদনে সাড়া দেয়নি কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্যের শাসকদল কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করানোর পক্ষপাতী।কলকাতা পুলিশ নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য সরকারের কাছে জেলা থেকে ৫-৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য চেয়ে আবেদন জানিয়েছে।একে/আরআইপি
Advertisement