তথ্যপ্রযুক্তি

বঙ্গবন্ধু স্যাটেলাইট কমিউনিকেশেনে সহযোগিতা করবে আইএমএসও

বঙ্গবন্ধু স্যাটেলাইট অরবিট স্লট কমিউনিকেশেনের ক্ষেত্রে আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট সংস্থা (আইএমএসও) সার্বিক সহযোগিতা করবে।বুধবার বাংলাদেশ সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সঙ্গে সাক্ষাতকালে আইএমএসও’র মহাপরিচালক ক্যাপ্টেন মঈন আহমেদ এ সহযোগিতার আশ্বাস দেন।এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী এবং সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভূইয়া উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আইএমএসও’র মহাপরিচালক ২ এপ্রিল বাংলাদেশ সফরে আসেন। তিনি বাংলাদেশের নাগরিক। এবারই প্রথম ইউরোপের বাইরে এশিয়ায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি মহাপরিচালক পদে নির্বাচিত হন। তার এ বিজয়ে মেরিটাইম ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে।ক্যাপ্টেন মঈন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক (প্রযুক্তি)। যিনি বর্তমানে লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক নৌ সংস্থায় (আইএমও) লিয়েনে কর্মরত রয়েছেন। তিনি যুক্তরাজ্য থেকে মাস্টার মেরিনার সার্টিফিকেট অর্জন করেন এবং সুইডেনের মালমোতে অবস্থিত ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।আইএমএসও’র মতো গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের নাগরিক মহাপরিচালক পদে নির্বাচিত হওয়ায় নৌপরিবহন মন্ত্রণালয় এবং মেরিটাইম ফোরাম বাংলাদেশ যৌথভাবে গত ৫ এপ্রিল তাঁকে সংবর্ধনা প্রদান করে। বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।মহাপরিচালক পদের জন্য আইএমএসও’র ৯৯টি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ জার্মানী, ফ্রান্স, ইটালি ও রোমানিয়াসহ মোট ৫টি দেশ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ৪টি পর্যায়ে ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং প্রতিটি পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। চূড়ান্ত ভোট পর্বে বাংলাদেশের প্রতিনিধি ৪৯ ভোট এবং রুমানিয়ার প্রতিনিধি ৩৭ ভোট পান। ৪ বছরের জন্য চূড়ান্তভাবে আইএমএসও’র মহাপরিচালক পদে নির্বাচিত হন। যা আগামী ১৫ এপ্রিল ২০১৫ থেকে কার্যকর হবে।একে/আরআইপি

Advertisement