জসীম উদ্দীন, কারাফটক থেকে : জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রিভিউ আবেদন খারিজ করে দেওয়ার আদেশে বিচারপতিদের সই করার পর তৎপর হয়ে উঠেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তারক্ষীসহ সংশ্লিষ্টরা।কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা কাদের মোল্লাকে যে মঞ্চে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দণ্ডাদেশ কার্যকর করা হয়েছিল সেই মঞ্চেই কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হবে। এজন্য কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।এদিকে বুধবার দুপুরে রিভিউ খারিজের আদেশে সই করার খবর পাওয়ার পরপরই কারাফটক থেকে দর্শনার্থীদের সরিয়ে দেওয়া হয়। ওয়েটিং রুম থেকে সরিয়ে দেওয়া হয় কারাগারে বন্দিদের সঙ্গে দেখা করতে আসা অপেক্ষারত স্বজনদেরও।প্রধান ফটকসহ কারাগারের আশপাশের এলাকায় মোতায়েন থাকা অতিরিক্ত পুলিশ সদস্যরা আগের চেয়ে অনেক বেশি সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সাদা পোশাকধারী আইন-প্রয়োগকারী সদস্যরা। এছাড়া কারাগার সংলগ্ন সড়ক দিয়ে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে কারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বেশ তোড়জোড় লক্ষ্য করা গেছে।এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম বলেন, রায়ের কপিতে বিচারপতিদের সই করার খবর আমরা শুনেছি। এখন আমাদের পক্ষ থেকে যতটুকু নিরাপত্তা বাড়ানোর দরকার আমরা ততটুকু বাড়ানোর চেষ্টা করছি।জেইউ/এএইচ/বিএ/আরআই
Advertisement