রাজনীতি

খালেদার দিকে তাকিয়ে মাহী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমর্থনের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন। বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদের কথা জানান।মাহী বি চৌধুরী বলেন, সমর্থনের ব্যাপারে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। তবে আমি আশাবাদী বিএনপি আমাকে সমর্থন দেবে।তিনি বলেন, আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। কিন্তু আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের চেতনায় বিশ্বাসী। আমি জাতীয়তাবাদী চেতনার মানুষ। সে কারণে সব জাতীয়তাবাদী শক্তির সমর্থন চাই। জাতীয়তাবাদী আদর্শ ও চেতনার প্রতীক হলেন বেগম খালেদা জিয়া। আমি খালেদা জিয়ার সমর্থন চাই। বিএনপির সমর্থন চাই।ঢাকা উত্তরের তিনটি মূল সমস্যা চিহ্নিত করে মাহী বি চৌধুরী বলেন, এখানে ৫০ ভাগ মধ্যবিত্ত, ২০ ভাগ উচ্চবিত্ত, ১৩ ভাগ নিম্নবিত্ত ও তিন ভাগ বাস্তুহারা মানুষ বাস করেন। তারা মানুষের কাছে বিক্রি হয় না। এখানে তিনটি মূল সমস্যা রয়েছে- নিরাপত্তাহীনতা, স্থবিরতা, অন্ধকার। তাই তারা নিরাপদ ঢাকা চায়, চলমান ঢাকা চায়, আলোকিত ঢাকা চায়। আমি মেয়র হলে সাত ধাপে একটি পরিকল্পনা করব পরিবর্তনের জন্য। প্রথম একশ’ দিনের একটি প্ল্যান থাকবে। তারপরে আড়াই বছর। প্রত্যেক মেয়াদের পরে একটি রিপোর্ট পেশ করব। প্রয়োজন অনুযায়ী করণীয় ঠিক করবো।এএইচ/বিএ/আরআই

Advertisement