রাজধানীর গাবতলীতে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকদের সড়ক থেকে তুলে দিতে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। এ সময় তাদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।সরেজমিনে দেখা যায়, রাত ৯টার পর থেকে বিপুলসংখ্যক র্যাব ও পুলিশের সদস্য গাবতলীতে আসতে শুরু করে। তারা পুরো এলাকা ঘিরে অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। ১২টার কিছু পর থেকে তারা অভিযান চালাচ্ছেন। এ সময় পুলিশকে টিয়ার সেল ও ফাঁকা গুলি ছুড়তে দেখা গেছে।সর্বশেষ খবরে জানা গেছে, ওই এলাকা দিয়ে অ্যাম্বুলেন্সও যেতে দিচ্ছে না বিক্ষুব্ধ শ্রমিকরা। ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করছে তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে।মাজার রোড এলাকায় অবস্থান নিয়েছে এমপি আসলামের ধর্মঘটবিরোধী সমর্থকরা। পুলিশ বেরিবাঁধ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। থেমে থেমে গলিপথ থেকে ইটপাটকেল নিক্ষেপ ও দলবেঁধে বিক্ষোভ করে আবার দ্রুত প্রস্থান করছে।সুযোগ নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে শ্রমিকরা। তবে পুলিশ-র্যাব টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছুড়ছে। তবে লাঠিচার্জ করছে না বা ধাওয়া করে মারধর করছে না।এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রবিউল ইসলাম নামে একজন দিনমজুর গুলিবিদ্ধ হয়েছেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা পুলিশের র্যাকার ভ্যান ও গাবতলী টার্মিনালের পুলিশ বক্সে আগুন দেয়।উল্লেখ্য, সম্প্রতি সড়ক দুর্ঘটনার দুই মামলায় দুই ড্রাইভারকে যাবজ্জীবন ও ফাঁসির আদেশ দেন আদালত। এর জেরে মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি বিভাগের অঘোষিত কর্মবিরতিতে গিয়েছে ড্রাইভাররা। রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে তারা।জেইউ/এআর/বিএ
Advertisement