লাইফস্টাইল

বৈশাখের আগে হাত-পা ও নখের যত্ন

নববর্ষ কড়া নাড়ছে দরজায়। নতুন বছরের প্রথম দিনে সবাই চাইবেন নিজেকে নতুনরূপে সাজিয়ে তুলতে। আর এজন্য দরকার পূর্বপ্রস্তুতি। দরকার সঠিক রূপচর্চার। মুখের পাশাপাশি হাত ও পায়ের জন্যও চাই সঠিক যত্ন। হাত, পা ও নখের যত্নে ব্যবহার করতে পারেন কিছু প্যাক- হাতের প্যাকআধা কাপ আনারস, আধা কাপ পেঁপে, চার টেবিল-চামচ মধু, এক কাপ আটা একসঙ্গে মিশিয়ে হাতের কনুই, বাহুতে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখতে হবে। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।পায়ের প্যাকআধা চা-চামচ ভিনেগার, আধা কাপ টকদই মিশিয়ে পা ও পায়ের গোড়ালিতে ভালোভাবে মালিশ করতে হবে। এভাবে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।নখের মাস্কএকটি পাত্রে ২ চামচ লেবুর রস, ৫ ফোঁটা অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এবার এ মিশ্রণটি নখে এক ঘণ্টা লাগিয়ে রাখুন। তারপর হালকা কুসুম গরম পানির মধ্যে দুই চামচ লেবুর রস নিয়ে হাত ও পা ১ মিনিট পর্যায়ক্রমে ডুবিয়ে রাখুন। এবার তুলে কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন।এইচএন/আরআই

Advertisement