একুশে বইমেলা

আগামীতে মেলায় নতুনত্ব ঘটবে : সংস্কৃতিমন্ত্রী

এবারের বইমেলা সার্বিক দিক দিয়ে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, লেখক-পাঠক-প্রকাশক সবার সম্মিলিত ভাবনা ও প্রচেষ্টায় আগামীতে মেলায় আরও নতুনত্ব ও ইতিবাচকতা সংযোজিত হবে।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার ২০১৭-এর সমাপনী অনুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।বইমেলার প্রতিবেদন উপস্থাপন করেন অমর একুশে বইমেলার সদস্য সচিব ড. জালাল আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ইব্রাহীম হোসেন খান। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, বাংলা একাডেমি আয়োজিত বইমেলা এখন আর বই ক্রয়-বিক্রয়ের বার্ষিক অনুষ্ঠানে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে আমাদের সাংস্কৃতিক জাগরণের উৎসমুখে। বিশেষ অতিথির বক্তব্য মো. ইব্রাহীম হোসেন খান বলেন, অমর একুশে বইমেলা আজ দেশের গণ্ডি পেরিয়ে সারাবিশ্বে পরিচিতি লাভ করেছে।এএসএস/এমএইচ/জেএইচ/পিআর

Advertisement