দেশজুড়ে

কুমিল্লা সিটি নির্বাচনে ২২১ জনের মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মঙ্গলবার পর্যন্ত ২২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত ৬দিনে ৪ মেয়র প্রার্থী, মহিলা সংরক্ষিত আসনের ৩৭ প্রার্থী এবং সাধারণ আসন থেকে ১৮০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আ.লীগের আঞ্জুম সুলতানা সীমা,বিএনপির মনিরুল হক সাক্কু,জাসদের শিরিন আক্তার ও স্বতন্ত্র মো. শাহজাহান। এদিকে সাধারণ ওয়ার্ডে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।  আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত ২২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বলেন, কেউ আচরণবিধি লংঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  উল্লেখ্য আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচন। মনোনয়নপত্র সংগ্রহ, জমাদানের শেষ তারিখ ২ মার্চ ও প্রত্যাহারের তারিখ ১৪ মার্চ। কামাল উদ্দিন/এমএএস/পিআর

Advertisement