ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের কারণে রাজধানীর বনানীতে ৬১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ অাদালত। মঙ্গলবার বনানী ক্রসিংয়ের সামনে তাদের এ জরিমানা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান। ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় জানান, ফুটওভার ব্রিজ ব্যবহারে জনগণকে সচেতন করতে ভ্রাম্যমাণ অাদালত পরিচালিত হয়। এতে ৬১ পথচারীকে ৪ হাজার ৯২৮ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। ফুটওভার ব্রিজ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে ট্রাফিক উত্তর বিভাগের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ভবিষ্যতে ভ্রাম্যমাণ অাদালত কার্যক্রম আরও জোরদার করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-গুলশান) মোহাম্মদ নাজমুল আলম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি-প্রশাসন) ইয়াসমিন সাইকা পাশা, সহকারী পুলিশ কমিশনার (এসি-গুলশান) মো. জুনায়েদ আলম সরকার। এআর/জেএইচ/জেআইএম
Advertisement