জাতীয়

ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৬১ জনকে জরিমানা

ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের কারণে রাজধানীর বনানীতে ৬১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ অাদালত। মঙ্গলবার বনানী ক্রসিংয়ের সামনে তাদের এ জরিমানা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান। ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় জানান, ফুটওভার ব্রিজ ব্যবহারে জনগণকে সচেতন করতে ভ্রাম্যমাণ অাদালত পরিচালিত হয়। এতে ৬১ পথচারীকে ৪ হাজার ৯২৮ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। ফুটওভার ব্রিজ ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে ট্রাফিক উত্তর বিভাগের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ভবিষ্যতে ভ্রাম্যমাণ অাদালত কার্যক্রম আরও জোরদার করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-গুলশান) মোহাম্মদ নাজমুল আলম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি-প্রশাসন) ইয়াসমিন সাইকা পাশা, সহকারী পুলিশ কমিশনার (এসি-গুলশান) মো. জুনায়েদ আলম সরকার। এআর/জেএইচ/জেআইএম

Advertisement