ভারতের রাষ্ট্রীয় পদক ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত হলেন কিংবদন্তি দুই বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও দিলীপ কুমার। বুধবার রাষ্ট্রপতি ভবনে তাদের হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। এসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন। এই দুই বরেণ্য অভিনতো ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে সফল ৬০ জনকে পদ্ম সম্মান প্রদান করা হয়েছে। এর আগে ৩০ মার্চ ৪৩ জনের হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি। ১০৪ জন পদ্ম প্রাপকদের মধ্যে ৯ জন পদ্মবিভূষণ, ২০ জন পদ্মভূষণ এবং ৭৫ জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে।এলএ/পিআর
Advertisement