বিনোদন

বিতর্কিত সিনেমা যাচ্ছে উত্তর কোরিয়ায় (ভিডিও)

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার এক কাল্পনিক কাহিনীকে ঘিরে নির্মিত ছবি ‘দ্য ইন্টারভিউ’। মুক্তির পর থেকেই ছবিটিকে ঘিরে নানা বিতর্ক আর সমালোচনার তৈরি হয়েছে। এবারে সেই সিনেমার ডিভিডি কপি বেলুনে করে উত্তর কোরিয়ায় পাঠিয়েছেন লি মিন বক নামে দক্ষিণ কোরিয়ার একজন অ্যাক্টিভিষ্ট।জানুয়ারী থেকে গত শনিবার পর্যন্ত চার বারে তিনি কয়েক হাজার কপি উড়িয়েছেন বলে উল্লেখ করেছেন।লি মিন বক এএফপি বার্তা সংস্থা কে বলেছেন, ‘আমি কয়েক হাজার সিনেমার কপি এবং ১০ লক্ষের মত লিফলেট বেলুনে করে উত্তর কোরিয়ার পশ্চিম সীমান্ত দিয়ে উড়িয়ে দিয়েছি, যাতে করে উত্তর কোরিয়ার ঐ এলাকার মানুষ সিনেমাটি দেখতে পারে। এটি তাদের দেখা উচিত।’উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার এক কাল্পনিক কাহিনীকে ঘিরে ২০১৪ সালে নির্মিত কমেডি ঘরানার এই ছবিটি সনি পিকচার্সের। ছবিটি মুক্তির পর পরই বিশ্বখ্যাত সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্সের কম্পিউটার সিস্টেমে হ্যাকিং এর ঘটনা ঘটে। সনিতে ওই সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়াই দায়ী বলে দাবী করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।কিন্তু ওয়াশিংটনের এই দাবিকে সেসময় নাকচ করে দেয় পিয়ংইয়ং।মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার জবাব দেয়ার হুমকি দিয়েছিল। এর কিছুদিন পরই উত্তর কোরিয়ার ইন্টারনেট সংযোগ দীর্ঘসময়ের জন্য বন্ধ ছিল।সেই শত্রুতার জের ধেরে সিনেমাটি যে হলে প্রদর্শন করা হবে সেখানে হামলার হুমকি দিয়েছিল ‘গার্ডিয়ান অব পিস’ নামের উত্তর কোরিয়ার একটি সংগঠন।এতসব ঘটনার পরেও সিনেমাটি যুক্তরাষ্ট্রের সিনেমা হলে সীমিত পরিসরে মুক্তি দেওয়া হয়েছিল।এলএ/পিআর

Advertisement