খেলাধুলা

যে রেকর্ডে রিয়ালের মোরাতার ওপরে শুধুই মেসি

উত্থান রিয়াল মাদ্রিদেই। মাঝে জুভেন্টাসে খেলেছেন। ইতালিয়ান চ্যাম্পিয়ন দলটির হয়ে দুর্দান্ত দুটি মৌসুম কাটিয়েছেন। ঘরের ছেলে আবারও ঘরে (রিয়াল) ফিরেছেন। নিজেকে উজাড় করে দিচ্ছেন লস ব্লাঙ্কসদের হয়ে। আলভারো মোরাতা; স্পেনে জন্ম নেয়া এই ফুটবলার খেলেন স্ট্রাইকারের ভূমিকায়।দ্বিতীয়বার রিয়ালের হয়ে খেলতে এসে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন মোরাতা। স্প্যানিশ লা লিগায় ৮ ম্যাচ খেলে ইতোমধ্যে নামের পাশে যোগ করেছেন ৭ গোল। যা লা লিগায় এক মৌসুমে ৮ ম্যাচে খেলে দ্বিতীয় সর্বোচ্চ গোল। সবার ওপরে আছেন মেসি। বার্সেলোনা সুটারস্টার ৮ ম্যাচ খেলে করেছিলেন ৮ গোল।মিনিটের হিসেবেও মোরাতার চেয়ে এগিয়ে মেসি। প্রত্যেক ৮৬ মিনিটে একেকটি গোল করেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। আর রিয়াল স্ট্রাইকার মোরাতার প্রতি ৯২ মিনিটে একটি করে গোল করেছেন।এনইউ/জেআইএম

Advertisement