জরুরি অবতরণের ফলে ভারতের ইন্ডিগো ফ্লাইটের অন্তত ১৫৪ আরোহী বেঁচে গেছেন। এ ঘটনায় ২৮ জন আহত হয়েছেন।মুম্বাই থেকে উড্ডয়নের পর বিমান থেকে ধোঁয়া বের হওয়ার খবর পান পাইলট। সঙ্গে সঙ্গে তিনি দিল্লির আইজিআই বিমানবন্দরে এ-৩২০ মডেলের বিমানটি জরুরি অবতরণ করান। এ সময় বিমানে থাকা প্রায় দেড়শ’ যাত্রীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।বিমান সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, এটিসি টাওয়ার থেকে ব্যাপক ধোঁয়া বের হচ্ছে এমন তথ্য পেয়েই পাইলট জরুরি অবতরণ করান এবং সকল যাত্রীকে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এরপর বিমানটি অবতরণ করার সঙ্গে সঙ্গে যাত্রীদের নামানো হয়।মাত্র ৭৫ সেকেন্ডের মধ্যে সব যাত্রী নামতে সক্ষম হয়েছেন বলে জানানো হয়েছে। বিমানটিতে ১৪৮ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া
Advertisement