জাতীয়

নূর হোসেনকে ফেরত পাঠাবে ভারত

নারায়ণগঞ্জের চাঞ্চাল্যকার সাত হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।বুধবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য সুনামগঞ্জ-৪ আসনের সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের চাঞ্চাল্যকার সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ফেরত আনার সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সফরকালে বিষয়টি নিয়ে আলোচনা হয়। ভারত সরকার নূর হোসেনকে ফেরত দিতে সম্মত হয়েছে।উল্লেখ্য, গত ১৪ জুন শনিবার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের একটি দল দমদম এলাকায় নেতাজী সুভাস চন্দ্র বোস বিমানবন্দরের কাছের বাগুইহাটির একটি বাড়ি নূর হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছে একটি রিভলবার ও কয়েক রাউন্ড গুলি পাওয়া যায়।

Advertisement