আন্তর্জাতিক

আন্দোলন থামাতে ইমরানের সঙ্গে আলোচনায় পাকিস্তান সরকার

৬ দফা দাবিতে প্রায় এক সপ্তাহব্যাপী বিক্ষোভ, মিছিল, হুঁশিয়ারি ও রাজধানী ইসলামাবাদের প্রাণকেন্দ্রে পিকেটিংয়ের পর সমস্যা সমাধানে সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসছেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।কয়েকজন মন্ত্রীসহ সরকারের প্রতিনিধিদের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে পিটিআইয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে। আলোচনা শুরুর আগে পাক সরকার পিটিআইয়ের ৬ দফা দাবি পর্যালোচনা করে দেখবে।দেশটির আইনসভা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বৃহস্পতিবারেই ভাষণ দেওয়ার কথা রয়েছে নওয়াজ শরীফের।ইমরান খানের ৬ দফা দাবিগুলো হচ্ছে- প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নতুন নির্বাচনের আগে নির্বাচনী সংস্কার, সকল রাজ্য সরকার গঠনে পুনরায় নির্বাচন, ২০১৩ সালে ভোট জালিয়াতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা ও সরকারি ব্যয়ের নিরীক্ষা।নওয়াজ শরীফ পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনা নয়- এর আগে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় কথা বললেও অবস্থান পরিবর্তন করে কিছুটা নমনীয় হয়েছেন ইমরান।বুধবার সন্ধ্যার মধ্যে পদত্যাগ না করলে নওয়াজ শরীফের বাসভবনে হামলা চালানোর হুমকি দিলেও এ বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে সমর্থকদের উদ্দেশে ইমরান খান বলেন, ‘আমি আজ আপনাদের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রীর বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু তার হৃদযন্ত্রের অবস্থা এরই মধ্যে যথেষ্ট খারাপ হয়েছে। আমি যদি সমর্থকদের তার বাড়ির দিকে যেতে বলি তাহলে তিনি হার্ট অ্যাটাক করে বসতে পারেন। আমি তা করতে পারি না।’আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধানে দুইপক্ষকে দেশটির সেনাবাহিনীর আহ্বানের পরিপ্রেক্ষেতেই ইমরান খান তার কর্মসূচি পরিবর্তন করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছেন।ইসলামাবাদের রাজনৈতিক কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত ‘রেডজোনে’ এরই মধ্যেই পাহারা দিতে শুরু করেছে পাক সেনাবাহিনী। সূত্র : রয়টার্স

Advertisement